ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোলে ফিল্মি কায়দায় স্কুলছাত্রী অপহরণ: পুলিশের অভিযানে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোলে ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের দুই দিন পর পুলিশের অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি সুমন হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 10-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11626 জন
বেনাপোলে ফিল্মি কায়দায় স্কুলছাত্রী অপহরণ: পুলিশের অভিযানে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728


হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের বেনাপোলে ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের দুই দিন পর পুলিশের অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি সুমন হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়। অপরদিকে ভিকটিমকেও আইনগত প্রক্রিয়া শেষে নিরাপদ হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুমন হোসেন বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে।


সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে মা শিখা খাতুনের সঙ্গে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় যুবক সুমন তার সহযোগী জিসান, নাইমুরসহ ১০-১২ জন মিলে শিখা খাতুনকে মারধর করে এবং অস্ত্র ঠেকিয়ে ছাত্রী জাকিয়া পারভীন (১৫) কে একটি প্রাইভেটকারে জোরপূর্বক তুলে নিয়ে যায়।


পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাকিয়ার মা শিখা খাতুন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ থানায় মামলা করেন। তদন্তভার পান এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ।


মামলার পর পুলিশ অভিযান শুরু করে। মঙ্গলবার গভীর রাতে প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত জাকিয়াকে উদ্ধার করা সম্ভব হয়।


বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। মঙ্গলবার গভীর রাতে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।


তবে উদ্ধারকৃত জাকিয়া পুলিশের কাছে ভিন্ন দাবি করেছে। থানা অভ্যন্তরে সে জানায়, সুমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তারা নিজের ইচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় ‘অপহরণের মিথ্যা মামলা’ করা হয়েছে বলে দাবি করে সে। একইসঙ্গে সে স্বামীকে মুক্তি দেওয়ার অনুরোধ জানায়, নইলে আত্মহত্যার হুমকিও দিয়েছে।



কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অস্ত্র ঠেকিয়ে ছাত্রীকে অপহরণ করা ভয়ঙ্কর ঘটনা। আমরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।