খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় সকালে বুধবার(২৪ সেপ্টেম্বর) জেলা সদরের কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, এবং সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। দৌড়, বল ছোড়া, হুইলচেয়ার রেস,বালিশ খেলা,চেয়ার খেলাসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে তারা। আনন্দ ও উৎসবের পরিবেশে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের শক্তি। সঠিক সুযোগ পেলে তারাও ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারে।” তিনি এই আয়োজনের মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি ঞ্যোহ্লা মং বলেন, “এই শিশুরা শুধু সহানুভূতির নয়, সুযোগ ও স্বীকৃতির দাবিদার। আজকের এই আয়োজন সেই দিকেই বড় পদক্ষেপ।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু শরীরচর্চা নয়, এটি আত্মবিশ্বাস ও সামাজিক অন্তর্ভুক্তির অন্যতম মাধ্যম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচিতে যুক্ত করতে পারলে তারা সমাজে নিজের জায়গা আরও দৃঢ়ভাবে তৈরি করতে পারবে।