ঢাকা | বঙ্গাব্দ

খেলার মাঠে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কটিয়াদীতে বিএনপি নেতা মরহুম শফিউল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি নেতা মরহুম শফিউল হক স্মৃতি লক্ষ টাকা প্রাইজ মানি পুরস্কার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বোয়ালিয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত দর্শদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফরেট বিতরণ করা হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নিকলী সদর একাদশ ও আচমিতার অষ্টঘড়িয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে নিকলী সদর একাদশ ৩-০ গোলে জয়লাভ করে।
  • আপলোড তারিখঃ 30-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20183 জন
খেলার মাঠে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ  কটিয়াদীতে বিএনপি নেতা মরহুম শফিউল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন: খেলার মাঠে বিএনপি নেতা মরহুম শফিউল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ad728



মাইনুল হক মেনু,স্টাফ রিপোর্টার : 

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি নেতা মরহুম শফিউল হক স্মৃতি লক্ষ টাকা প্রাইজ মানি পুরস্কার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বোয়ালিয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত দর্শদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফরেট বিতরণ করা হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নিকলী সদর একাদশ ও আচমিতার অষ্টঘড়িয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে নিকলী সদর একাদশ ৩-০ গোলে জয়লাভ করে।

শুক্রবার বিকালে বোয়ালিয়া সমাজ কল্যাণ, সংস্কৃতি ও ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে এবং বোয়ালিয়া সমাজ কল্যাণ, সংস্কৃতি ও ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. জালাল উদ্দিন। উদ্বোধক হিসেবে খেলাটি উদ্বোধন ও বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর বিএনপির সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক শাহজাহান সিরাজি, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সেলিম হায়দার, প্রবাসী কল্যাণ বিয়ষক সম্পাদক জহির উদ্দিন বাদশা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু নায়েম বাবুলসহ কটিয়াদী ও পাকিুন্দিয়া উপজেলা বিএনপি'র শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারন ফুটবল প্রেমীগন। খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন মোঃ সাজেদুল ইসলাম সেলিম, সাদ্দাম হোসেন ও আবু ছিদ্দিক।

অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে অতিথিবৃন্দ তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফরেট বিতরণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।