ঢাকা | বঙ্গাব্দ

মনের গভীরে ক্ষত

মনের গভীরে ক্ষত
  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 111766 জন
মনের গভীরে ক্ষত ছবির ক্যাপশন: কবি আমিনুল হক নজরুল
ad728

মনের গভীরে ক্ষত

-আমিনুল হক নজরুল 


ভেতরে সায়াহ্নের অন্ধকার,   

নীরব বিষাদের রেখা,   

শুধু শ্বাসের শব্দ,   

মৃদু আর্তনাদে রচিত।   

 

অনেক কথা বলা হয়নি,   

অনেক সময় নিথর দাঁড়িয়ে-

তাকিয়ে আছি অতীতের প্রান্তে,   

ক্ষতপ্রাপ্ত হৃদয়ের শূন্যতার বুকে।   

 

চাঁদ যখন ঝরে আকাশের কোণায়,   

মনে পড়ে যায় কিছু অপেক্ষার অনুভূতি,   

যা কখনও শেষ হয়না,

বরফগলা জীবন ধারায় প্রবাহমান সারাক্ষণ


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।