হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ লুৎফর সরদার (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কর্মকর্তারা।
রোববার (১৭ আগস্ট) বিকালে শার্শা থানাধীন টেংরা উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটক লুৎফর সরদার ওই গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় লুৎফরের কাছ থেকে একটি বস্তায় রাখা প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন লুৎফর। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।