ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা
  • আপলোড তারিখঃ 19-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49695 জন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ছবির ক্যাপশন: মানববন্ধনে বক্তৃতা করছেন স্থানীয় নেতৃবৃন্দ
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। 



আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।  এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


স্থানীয়দের মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটিতে প্রায় প্রতিদিন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। অপ্রশস্ত এই সড়কটি ৬ লেন করার দাবি দীর্ঘদিনের। বারবার আশ্বাস মিললেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।



তারা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


উল্লেখ্য যে,গত সোমবার চন্দনাইশ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। এমনকি একই সপ্তাহে পটিয়া ও লোহাগাড়ায় বাসচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান