ঢাকা | বঙ্গাব্দ

দেশব্যাপী নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে গফরগাঁওয়ে ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ময়মনসিংহর গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের পৃথক উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 10-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1552 জন
দেশব্যাপী নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে গফরগাঁওয়ে ছাত্রদলের মানববন্ধন ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে ছাত্রদলের মানববন্ধন
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ময়মনসিংহর গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের পৃথক উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (১০ মার্চ) দুপুরে গফরগাঁও সরকারি কলেজের প্রধান ফটক ও অনার্স ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ ছাড়াও একই দাবীতে গফরগাঁও জে. এম কামিল মাদ্রাসা ও রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজের অনার্স ফটকে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা আলিফ, মাহিদ, ফাহিম শাওন মিনহাজ, আরিফুল, জাওয়াদ ও মুরাদ প্রমুখ। কলেজের প্রধান ফটকে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা

মাজহার হিমেল, তামিমা খাতুন, শামিমা আক্তার বিথী, নূর আল আহাদ অন্তর, সামিউর রহমান শয়ন, মুন শেখ নিরব এবং জে. এম কামিল মাদ্রাসা ছাত্রদল নেতা অপু মিয়া, আজাহারুল ইসলাম ও হাসান আরমান প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন