ঢাকা | বঙ্গাব্দ

সরকারি হাসপাতালের চিকিৎসাতে হাজার টাকার দর কষাকষি

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা মিলবে হাজার টাকা হলে।দর কষাকষি ডাক্তারের। ৭ মার্চ সকাল সারে সাত ঘটিকার সময় জালাল মিয়া (২৬) নামে প্রতিবন্ধী আহত অবস্থায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসএন নূরে হায়দার রোগির কাছে এক হাজার দাবি করে বলেন, টাকা না দিলে রোগিকে প্রেসক্রিপশান দেওয়া হবে না। দর কষাকষির পর ৫০০ টাকার বিনিময়ে প্রেসক্রিপশন প্রদান করেন রোগি জালাল মিয়াকে।
  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35423 জন
সরকারি হাসপাতালের চিকিৎসাতে  হাজার টাকার দর কষাকষি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: 

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা মিলবে হাজার টাকা হলে।দর কষাকষি ডাক্তারের।  ৭ মার্চ সকাল সারে সাত ঘটিকার সময় জালাল মিয়া (২৬) নামে প্রতিবন্ধী আহত অবস্থায়    কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসএন  নূরে হায়দার রোগির কাছে এক হাজার দাবি করে বলেন, টাকা না দিলে রোগিকে প্রেসক্রিপশান দেওয়া হবে না। দর কষাকষির পর ৫০০ টাকার বিনিময়ে প্রেসক্রিপশন  প্রদান করেন রোগি জালাল মিয়াকে।

জালাল মিয়া মিয়া একজন প্রতিবন্ধী  রিক্সা চালক। ৫০০ টাকা দিয়ে যার বেশ কয়েকদিন সংসার চালাতে হয়। জানা গেছে, নূরেহায়দার জালাল মিয়ার মত অসহায় ও অসচেতন লোকদেরকেই টাকার বিনিময়ে চিকিৎসা প্রদান করেন।

 এ বিষয়ে নূরেহায়দারকে ফোন দিলে তিনি বলেন আমি আপনার সাথে এ বিষয়ে সরাসরি কথা বলবো।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করেন।


 উপজেলা স্বাস্থ্যও প.প কর্মকর্তা ডা:আদনান আখতার বলেন,এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ আসলে অবশ্যই বিষয়টি দেখবো।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার