ঢাকা | বঙ্গাব্দ

কুরবানীর উদ্দেশ্য

কুরবানীর উদ্দেশ্য
  • আপলোড তারিখঃ 02-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52067 জন
কুরবানীর উদ্দেশ্য ছবির ক্যাপশন: কবি সাজেদা আক্তার মিতা
ad728

কুরবানীর উদ্দেশ্য 

সাজেদা আক্তার মিতা 


হাটের সেরা গরুটা  ক্রয় করেছো

লক্ষ টাকা দিয়ে এই কুরবানীর ঈদে!

গেটে তুমি মেরেছো তালা

ভিক্ষুক যেন না আসতে পারে।

 

গরু কুরবানী করবে তুমি মস্ত বড় দেখে

লোকে তোমায় বলবে ত্যাগী,

মহল্লার বড় ধনী, শেখ টেক্কর ট্যাক,

এই যদি হয় তোমার নিয়ত কুরবানীটাই শেষ।

পাল্লা দিয়ে করছো ক্রয় গরু!

কুরবানীর যে আসল উদ্দেশ্য

সেইটার বারোটা বাজিয়ে দিয়েছ গুরু। 


ভোগে নাইরে সুখ,

 ত্যাগে  কেন মিলবে দুখ?

ত্যাগ করো নিঃস্বার্থভাবে,

ত্যাগে যদি থাকে তোমার রবের সন্তুষ্টি অর্জন, ভোগের লিপ্সা তোমার হবেরে বর্জন।

ভোগে নাইরে সুখ,

ত্যাগে কেন মিলবে দুখ? 


নির্মল আনন্দ হয়নি জগতে

সুখ দুঃখ দিয়েই মানবের জীবন গড়া হয়েছে।

কুরবানীর এই পবিত্র ঈদুল আজহার দিনে,

ত্যাগ করো সর্বোত্তম ভাবে। 


বনের পশু করেছো কুরবানী

 অর্থ, শারীরিক পরিশ্রম দিয়ে!

মনের পশু যদি না করো কুরবানী,

 সবি বৃথা যাবে।

মনের পশুকে কুরবানী করো সবার আগে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত