ঢাকা | বঙ্গাব্দ

কমলগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 16-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 91294 জন
কমলগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন: গাজাসহ গ্রেফতারকৃত ৩জন আসামী
ad728

মৌলভীবাজার প্রতিনিধি: আনহার আলী 

মৌলভীবাজার কমলগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার(১৪ এপ্রিল) রাতে উপজেলার শমশেরনগর চা বাগানের রাজটিলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মন্দর বাউরি ভুট্টো, জহিরুল ইসলাম ও কৃষ্ণ মাদ্রাজি।

পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শমশেরনগর চা বাগানের রাজটিলা এলাকায় লক্ষ্মন্দর বাউরি ভুট্টোর বসতঘর থেকে গাঁজা বিক্রির সময় তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ভুট্টো ও জহিরুলের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত