ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন

আজ (২১ আগস্ট) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 21-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 31118 জন
কুলিয়ারচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন ছবির ক্যাপশন: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
ad728



কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি:

আজ (২১ আগস্ট) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার।


ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের টিকাদান কর্মসূচি জনগণকে রোগ থেকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখবে। শিক্ষক ও ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা এবং টিকাদানে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।