ঢাকা | বঙ্গাব্দ

শরীয়তপুরে আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মামলার আসামী হলেন প্রবাসী

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আজিজুল বেপারী নামে এক সৌদি আরব প্রবাসীকে মামলার আসামী করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সকালে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
  • আপলোড তারিখঃ 30-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82166 জন
শরীয়তপুরে আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মামলার আসামী হলেন প্রবাসী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আজিজুল বেপারী নামে এক সৌদি আরব প্রবাসীকে মামলার আসামী করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সকালে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।


ভুক্তভোগী আজিজুল বেপারী জানান, গত ২৬ এপ্রিল দুপুরে শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় স্থানীয় কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান আহত হয়ে একই এলাকার আনিস উদ্দিন বেপারীর ছেলে আজিজুল বেপারীর বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে আজিজুল বেপারী আহত নাজমুলকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আজিজুলের ওপর হামলা করে। পরে গত ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের নামে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ ব্যাপারে আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাসে থাকি। কিছুদিন আগে আমি ছুটিতে দেশে এসেছি। গত ২৬ এপ্রিল দুপুরে কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল আহত হয়ে আমার বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আমার ওপর হামলা করে। এখন আবার আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর বিচার চাই।


 এ ব্যাপারে মামলার বাদী আবুল কাশেম ভেন্ডারের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল