ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে
  • আপলোড তারিখঃ 31-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4372 জন
গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

 ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার শহীদ নগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃহষ্পতিবার বিকেলে অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল।

পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত যুককটি মানসিক ভারসাম্যহীন।ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল