সরকার আরিফ পাবনা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার মূল আসামি অবশেষে গ্রেফতার হয়েছেন।
গত ৪ জুলাই ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পাবনা জেলার আতাইকুলা থানাধীন বনগ্রাম পূর্বপাড়া এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ঘটে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপর, জনৈক ওহাব আলীর বাড়ির উত্তর পাশে।
ঘটনার সময় ‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস (রেজি নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১), অজ্ঞাতনামা চালকের বেপরোয়া ও দ্রুতগতির কারণে নিজ লেন ছেড়ে উল্টো পথে ঢুকে পড়ে। এতে ঢাকা অভিমুখী একটি ট্রাক (রেজি নম্বর: ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হন এবং আরও ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠান। ভয়াবহ এই দুর্ঘটনাটি স্থানীয় এলাকাসহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় আতাইকুলা থানায় ৫ জুলাই ২০২৫ তারিখে একটি মামলা রুজু হয় (মামলা নম্বর-০৫)। মামলা রুজু হয় ২০১৮ সালের সড়ক পরিবহন আইন এর ৯২(১)/৯৮/১০৫ ধারায়।
গোপন সংবাদের ভিত্তিতে, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস দল ২৬ জুলাই ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে পাবনা সদর থানাধীন ডাকবাংলা হাজীর মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামি, চাটমোহর উপজেলার শিবপুর (মূলগ্রাম) এলাকার আব্দুল জব্বারের ছেলে পাবনা এক্সপ্রেস বাসের চালক সানোয়ার হোসেন (৪৬)-কে গ্রেফতার করে।