ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রধান ঈদের জামাত জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে

চট্টগ্রাম মহানগরে ঈদুল ফিতরের প্রধান জামাত জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে । ময়দানটিতে ঈদের দিন প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন একই মসজিদের পেশ ইমাম।
  • আপলোড তারিখঃ 29-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20383 জন
চট্টগ্রামে প্রধান ঈদের জামাত জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরে ঈদুল ফিতরের প্রধান জামাত জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে । ময়দানটিতে ঈদের দিন প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন একই মসজিদের পেশ ইমাম।


এদিকে চট্টগ্রাম লালদীঘি সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে জানানো হয়, এসব ঈদ জামাত ছাড়াও নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে যথাক্রমে হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ। পাশাপাশি নগরের ওয়ার্ডগুলোতে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।


চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান, আর সামিয়ানা থাকবে।

অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার