চট্টগ্রাম প্রতিনিধি : চট্রগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে ধর্মের নামে সাধারণ মানুষের সাথে প্রতারনার অভিযোগে স্থানীয় উত্তেজিত জনতা এক ভন্ড মহিলা ফকিরের আস্তানা ভেঙ্গে দিয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচাতে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কর্ণফুলী চা বাগান সংলগ্ন সরকারী আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী)আনুমানিক রাত ১০ দিকে উত্তেজিত জনতা ভন্ড মহিলা আয়শা আকতারের (৫০) আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, গত ১০-১২ দিন আগে সরকারী আশ্রয়ন প্রকল্পের পাশে এই ভন্ড মহিলা একটি পাকা ঘর নির্মাণ করে। আশেপাশের লোকজনকে নানান রোগ-ব্যাধি ও সমস্যা থেকে সমাধানে সবাইকে পানি পড়া ও কবিরাজি শুরু করে।
গত শুক্রবার নির্মিত ঘরটিতে কাবা ঘরের আদলে রং করা হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি লোকমুখে প্রচার হলে মানুষ আরো উত্তেজিত হয়ে পড়ে।
শনিবার রাত ৯ টার দিকে বৈষম্য বিরোধী ও স্থানীয় ছাত্রজনতা একসাথে বাড়িটি ভেঙ্গে ফেলতে কয়েক দফা প্রস্তুতি নেয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ সেখানে অবস্থান নেয়।
এক পর্যায়ে জনতার উপস্থিতি বাড়তে থাকলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনের বাইরে চলে যায় এমনকি উত্তেজিত জনতা দা, কুদাল, হাতুড়ি দিয়ে এটি ভেঙ্গে ফেলে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদের বক্তব্য জানতে চাইলে বলেন মানুষের রোষানল থেকে বাঁচাতে ওই মহিলাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।