ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের আহবায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২১ সদস্য বিশিষ্ট নিরাপদ সড়ক চাই সংগঠনের আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 07-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42948 জন
কটিয়াদীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের আহবায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন: নিরাপদ সড়ক চাই কমিটি
ad728



মাইনুল হক মেনু,, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২১ সদস্য বিশিষ্ট নিরাপদ সড়ক চাই সংগঠনের আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। 

নিরাপদ সড়ক চাই সংগঠনের আহ্বায়ক কমিটিতে অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর  আহবায়ক ও মো. মোয়াজ্জেম হোসেনকে সদস্য সচিব মনোনীত করে বুধবার রাতে নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও ভারপ্রাপ্ত মহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ যৌথ স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-  যুগ্ম আহবায়ক মাইনুল হক মেনু, সৈয়দ আলিউজ্জামান মহসিন, কার্যকরী সদস্য রফিকুল হায়দার টিটু,  ফখর উদ্দিন ভূঁইয়া ইমরান, আহসান হাবিব সাধু,  মিজানুর রহমান, কামাল উদ্দিন, রাজিব কুমার সরকার,জাহাঙ্গীর হোসেন, ছাইদুর রহমান পাটোয়ারী, মো. রফিকুল ইসলাম, সৈয়দ  হাকিকুল ইসলাম, খায়রুল ইসলাম, আফজাল হোসাইন,  মোহাম্মদ শাহিন, মাসুম পাঠান, আলম মিয়া, নাইম মিয়া ও  মোশারফ হোসেন। উপদেষ্টাগণ হচ্ছেন- কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, শিল্পপতি স্বপন কুমার সাহা, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূইয়া সবুজ, এড. মমিনুল ইসলাম ও কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো. ইকবাল। নিরাপদ সড়ক চাই (নিসচা) কটিয়াদী শাখা আগামী দুই বছর এলাকায় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কর্মসূচি এবং দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।