অষ্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন
মোঃ সিয়াম শাহরিয়ার, হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্ভোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার হাওর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিকাদান ক্যাম্পেইন এর সভাপতি মোছাঃ দিলশাদ জাহান এ টিকাদান কর্মসূচীর উদ্ভোধন করেন। এ টিকা নিয়ে হাওরের অবিভাবক ও ছাত্র-ছাত্রীদের ভয় ও শংকা দুর করতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের মেয়ে ওয়ারিশা নুজহাত রীহা’কে প্রথম টিকাটি প্রদান করা হয়।
স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আলী আকবরের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টিকাদান ক্যাম্পেইন এর সদস্য সচিব ডাঃ শাহ মোহাম্মদ মহিবুল্লাহর তত্বাবধানে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহীন, সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু প্রমুখ। টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন শেষে অতিথিগণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন। এখানে উল্লেখ্য যে, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর আওতায় উপজেলার ৮টি ইউনিয়নে ৪৭,৭৫০ জনকে এ টিকা প্রদান করা হবে।