সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের মানব বন্ধন
মো. নজরুল ইসলাম :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক প্রতিদিনের কাগজ’র গাজিপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী রহমানের সঞ্চালনায় ও সভাপতি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক মন্ডলীর সভাপতি রেজাউল করি সেলিম, দৈনিক মানব জমিন প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অজিত দত্ত, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আতাউল গণি, আজকের খবর.কম’র উপজেলা প্রতিনিধি এস.এম জাবেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন দায়িত্ব পালন করছিলেন। সেদিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করে। আমরা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বক্তারা বলেন এ হত্যাকান্ড থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকান্ড জাতির জন্য একটি অশনি সংকেত।
তারা দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।