আজকের ইফতার : ৬-০৩ মিঃ
ফারুক আহাম্মেদ, সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সরাইল মহাসড়কের বিশ্বরোড মোড় যানজট মুক্ত রাখতে ঢাকা-সিলেট ও সিলট-কুমিল্লা মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সরাইল উপজেলা প্রশাসন।
রোববার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান এই অভিযানে সহযোগিতা করেন।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে সকাল থেকে এই অভিযান শুরু হয়। পরে দুপুর পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকানপাট গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।