বিদেশে চাকরির প্রলোভনে মরুভূমিতে আটকে রেখে নির্যাতন:
কিশোরগঞ্জে প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
ইফরানুল হক সেতু, বাজিতপুর, উপজেলা প্রতিনিধি :
বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, শারীরিক-মানসিক নির্যাতন এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী লিটন মিয়ার পরিবার সূত্রে জানা যায়, কাদের মিয়া ও শিমুল মিয়া নামের দুই ব্যক্তি তাকে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রথম দফায় ৪ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে লিটনকে সৌদিতে নিয়ে গিয়ে মরুভূমিতে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়। সেই সময় লিটনের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তার মা রহিমা বেগমের কাছ থেকে আরও ৭২ হাজার টাকা আদায় করে চক্রটি।
মৃত্যুর মুখ থেকে পালিয়ে লিটন সৌদি আরবের অন্যত্র আশ্রয় নেন। কাজের আশায় দেশে থাকা জমি বিক্রি করে আরও ২ লাখ টাকা পাঠান এবং নতুন কাজে যোগ দেন। নির্যাতনের ঘটনা জানাজানি হলে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে চক্রটি সর্বমোট ৬ লাখ ৮২ হাজার টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয়। কিন্তু টাকা ফেরত চাইতে গেলে উল্টো লিটন ও তার মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী লিটনের মামাতো ভাই কাদের মিয়া ও শিমুল মিয়ার বিরুদ্ধে দুই দফায় সর্বমোট ৬ লাখ ৮২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন এবং উল্টো লিটনের কাছে টাকা পাওয়ার দাবি করেন।
গতকাল সোমবার (৪ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জি.এ.এস ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপুর উদ্যোগে এক শালিসি বৈঠকের আয়োজন করা হয়। তবে অভিযুক্তরা উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে বদরুল আলম শিপু বলেন, “এলাকার স্বার্থে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে অভিযুক্তদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি।”
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে একই কায়দায় সাধারণ মানুষকে বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।