মনের কালিমা
ফরিদ উদ্দিন বিপ্লব
আঁধারে আজ ঢেকে গেছে
মনের কালিমা
সিদরাতুল মুন্তাহার মতো
ছুঁয়েছে দ্রাগিমা।
ইচ্ছা অনিচ্ছায় কখন জানি
হয়েছি নর্দমার কীট
আল-বিদা জানাতে কখন
মরণ করিবে রিট।
পাপ ডুরে ডুবে গেছি
চাহিদার নর্দমায়
রেসকিউ টিম আসবে কখন
উদ্ধারিতে আমায়।
পরিত্রাণের চেষ্টা অব্যাহত
মুক্তির অপেক্ষায়
স্থান কি পাব আমি
শাফায়াতের নায়।