ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম।
  • আপলোড তারিখঃ 09-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 41142 জন
কটিয়াদীতে আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন ছবির ক্যাপশন: আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন
ad728


মাইনুল হক মেন, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম। 

শনিবার দুপুরে কটিয়াদী পৌরসভার কৃষক মো. কামাল মিয়ার জমি থেকে ব্রি-ধান-৯৮ জাতের শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মো. হারুন অর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুর ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস, কটিয়াদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভুঁইয়া, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আজহার মাহমুদ, কটিয়াদী পৌর উপ-সহকারী কৃষি অফিসার মো. মইনুল ইসলাম, সাংবাদিক মাসুম পাঠান প্রমূখ।

কটিয়াদী উপজেলায় এ মৌসুমে আউস ধান আবাদ হয়েছে ২ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। কৃষক কামাল উদ্দিনের জমির শস্য কর্তন শেষে দেখা গেছে, বিঘা প্রতি ধান উৎপাদন হয়েছে ১৪/১৫ মন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।