ঢাকা | বঙ্গাব্দ

মডেল সাপাহার গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রোমানা রিয়াজ

নওগাঁর সাপাহার উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোগিতা পেলে সাপাহারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
  • আপলোড তারিখঃ 05-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2810 জন
মডেল সাপাহার গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রোমানা রিয়াজ ছবির ক্যাপশন: ইউএনও রোমানা রিয়াজের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
ad728



স্টাফ রিপোর্টার:

নওগাঁর  সাপাহার উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোগিতা পেলে সাপাহারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় ইউএনও রোমানা রিয়াজ আরও বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসনকে সঠিক দিকনির্দেশনা দেয়। তাই প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে সাপাহারকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সহজ হবে।”


সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান