ঢাকা | বঙ্গাব্দ

এই হলো পণ

এই হলো পণ
  • আপলোড তারিখঃ 21-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65751 জন
এই হলো পণ ছবির ক্যাপশন: কবি রীমি ফেরদৌসী
ad728

এই হলো পণ

---- রীমি ফেরদৌসী 


আজ থেকে হও তুমি সুখ পিয়াসী

প্রজাপতি যে কাননে উড়ে দিবানিশি। 

বিমোহিত করে সব উড়ুউড়ু মন

ফুল পাপিয়ার প্রেম চলে সারাক্ষণ। 

জবা নয় শিমুলের সাথে মিতালি 

কৃঞ্চচূড়ার সাথে করো গলাগলি। 

না হয় নদী তীরে বাঁশি নিয়ে বসো

আহবান সুরে ডেকে প্রেম নিয়ে এসো।

বাঁকে বাঁকে থাক না হয় দেবদারু বন

গল্প কবিতা গানে মাতো অনুক্ষণ। 

জ্ঞাতি হও ধরাধামের চিরজীবী হয়ে 

একাল নিয়ে যাক চিরকাল বয়ে।


তুমি যবে চিরদিন বেঁচে রবে ধরায়

সেই তো আমার সুখ না পেলেও তোমায়।

হেরে গিয়ে সুখী আমি মনে মেনে নিই

যতনে মনের কোণে গেঁথে রেখে দিই।

কলিজার মতো আছো পাঁজরের আড়ে

কার হিম্মত এমন টেনে বের করে।

আমৃত্যু রবো জেনো এই হলো পণ

পাশে না পেলেও আমি মহাসুখীজন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার