এই হলো পণ
---- রীমি ফেরদৌসী
আজ থেকে হও তুমি সুখ পিয়াসী
প্রজাপতি যে কাননে উড়ে দিবানিশি।
বিমোহিত করে সব উড়ুউড়ু মন
ফুল পাপিয়ার প্রেম চলে সারাক্ষণ।
জবা নয় শিমুলের সাথে মিতালি
কৃঞ্চচূড়ার সাথে করো গলাগলি।
না হয় নদী তীরে বাঁশি নিয়ে বসো
আহবান সুরে ডেকে প্রেম নিয়ে এসো।
বাঁকে বাঁকে থাক না হয় দেবদারু বন
গল্প কবিতা গানে মাতো অনুক্ষণ।
জ্ঞাতি হও ধরাধামের চিরজীবী হয়ে
একাল নিয়ে যাক চিরকাল বয়ে।
তুমি যবে চিরদিন বেঁচে রবে ধরায়
সেই তো আমার সুখ না পেলেও তোমায়।
হেরে গিয়ে সুখী আমি মনে মেনে নিই
যতনে মনের কোণে গেঁথে রেখে দিই।
কলিজার মতো আছো পাঁজরের আড়ে
কার হিম্মত এমন টেনে বের করে।
আমৃত্যু রবো জেনো এই হলো পণ
পাশে না পেলেও আমি মহাসুখীজন।