ঢাকা | বঙ্গাব্দ

তোমারে খুঁজি

তোমারে খুঁজি
  • আপলোড তারিখঃ 22-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 64951 জন
তোমারে খুঁজি ছবির ক্যাপশন: কবি সাজেদা আক্তার মিতা
ad728

তোমারে খুঁজি 

--সাজেদা আক্তার মিতা 


তোমারে খুঁজি _____

তোমারে খুঁজাটাই আমার পুঁজি,

পুঁজি বিনে ব্যাবসা হবে কি করে?

 তেল-মসলা ছাড়া কি আর!

 তরকারির স্বাদ পাবে ?


 বন বাধুরে ঘুরে বেড়ায়,বনের পশুরা 

সাধুরা ঘর ছাড়ে মনের বাসনা।

পাপীরা পাপ করে নানান বাহানা ;

পুণ্যের কথা শুনলে তারা হয়ে যায় অগ্নিবীণা! 


বেতারের গান শুনে করে মদ্যপান,

 নেশার ঘোরে বলে বেড়ায়!

ঘুঘুরে তুই খেয়ে যা আমার গোলার ধান।

ঘোর কাটিয়া গেলে চেয়ে দেখে,

জীবনটা তার শুধুই মিছে ফান!

ব্যাবসায় লাভবান হতে পুঁজির প্রয়োজন ,

তাই বলে অকারণে করোনা ভুষির আয়োজন।


তোমারে খুঁজি______ 

খুঁজো মনের মাধুরী মিশিয়ে পেয়ে যাবে,

হতাশ হবার নেই কোন কারণ।

ছাড়ো তরী,ধরো হাল 

উড়াও পাল গন্তব্য স্থানে পৌঁছে যাবে 

 তোমার পানসি নৌকা খান।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার