এত্তোটুকুন সুচি
-তাছাদ্দুক হোসেন
বারান্দাতে একলা বসে
তখন গভীর রাত
ছুটছে যে মেঘ ধরতে তাকে
চাচ্ছে খুকির হাত।
অনেক উঁচু আকাশ সমান
মস্ত বড়ো বাড়ি
সেই বাড়িটার ছাদ ছুঁয়ে যায়
মেঘ বালিকার শাড়ি।
নরম প্যাঁজা সফেদ তুলো
কপোল এসে চুমে
বনদোয়েলে পালক ঘষে
আসমানি কুমকুমে
খুকির দুচোখ জড়িয়ে আসে
নরম কোমল ঘুমে।
মাথায় গায়ে নেয় জড়িয়ে
মেঘের বরফকুচি
সাত পেরোনো আদর কাড়া
এত্তোটুকুন সুচি।