ঢাকা | বঙ্গাব্দ

এত্তোটুকুন সুচি

এত্তোটুকুন সুচি
  • আপলোড তারিখঃ 26-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 55437 জন
এত্তোটুকুন সুচি ছবির ক্যাপশন: কবি তাছাদ্দুক হোসেন
ad728

এত্তোটুকুন সুচি

-তাছাদ্দুক হোসেন


বারান্দাতে একলা বসে

তখন গভীর রাত

ছুটছে যে মেঘ ধরতে তাকে

চাচ্ছে খুকির হাত।


অনেক উঁচু আকাশ সমান

মস্ত বড়ো বাড়ি

সেই বাড়িটার ছাদ ছুঁয়ে যায়

মেঘ বালিকার শাড়ি।


নরম প‍্যাঁজা সফেদ তুলো

কপোল এসে চুমে

বনদোয়েলে পালক ঘষে

আসমানি কুমকুমে

খুকির দুচোখ জড়িয়ে আসে

নরম কোমল ঘুমে।


মাথায় গায়ে নেয় জড়িয়ে 

মেঘের বরফকুচি

সাত পেরোনো আদর কাড়া

এত্তোটুকুন সুচি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।