ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি :
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রভাত ফেরী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বাজিতপুর কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে।
প্রভাত ফেরী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মানিক, সিনিয়র সহ-সভাপতি হোসেন মাহবুব কামাল, সহ-সভাপতি মোঃ ফারুক মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস ছলিম, দপ্তর সম্পাদক রাজ্জাকুন্নাহার সুমী, প্রচার সম্পাদক ইফরানুল হক সেতু এবং সম্মানিত সদস্য শেখ মোঃ জসীম।
উপস্থিত বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়। এদিনটি আমাদের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার প্রতীক। বক্তারা আরও বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় রাখতে আমাদের মাতৃভাষার সঠিক চর্চা ও বিকাশ নিশ্চিত করা উচিত।
অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।