ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে পালিত হলো আনসার ভিডিপির জেলা সমাবেশ

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি : সারা দেশব্যাপি চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে আজ ১৮ ফেব্রুয়ারি(মঙ্গলবার) ২০২৫ খ্রি. তারিখে শহীদ সুভাষ মিলনায়তনে আনসার ভিডিপির কক্সবাজার জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13419 জন
কক্সবাজারে পালিত হলো আনসার ভিডিপির জেলা সমাবেশ ছবির ক্যাপশন: কক্সবাজারে আনসার ভিডিপির জেলা সমাবেশ
ad728


আমিনুল হক,  নিজস্ব প্রতিনিধি : সারা দেশব্যাপি চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে আজ ১৮ ফেব্রুয়ারি(মঙ্গলবার) ২০২৫ খ্রি. তারিখে শহীদ সুভাষ মিলনায়তনে আনসার ভিডিপির কক্সবাজার জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।আরোও উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান (উপমহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জ), অতিরিক্ত জেলা প্রশাসক (কক্সবাজার), অধিনায়ক (র‍্যাব-১৫), সহকারী পুলিশ সুপার (কক্সবাজার), কর্নেল জিএস (ডিজিএফআই), রিজিয়ন কমান্ডার (বিজিবি) সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ। 

কক্সবাজার আনসার ভিডিপি জেলা কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে উক্ত সমাবেশের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরেই বৃক্ষরোপণ, মত বিনিময় সভা, ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী, ভাতা বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাহিনীর মহাপরিচালক বান্দরবান জেলার আলীকদম উপজেলার হিল আনসার ভিডিপি সদস্যদের কার্যক্রমের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ এর সঙ্গে সীমান্ত রক্ষায় আনসার ভিডিপি সদস্যরা একসাথে কাজ করছে। অবৈধ অনুপ্রবেশ ও যেকোন প্রয়োজনে বিজিবিকে সর্বাত্মক সহায়তা করে আসছে বাহিনীর সদস্যরা। তিনি দেশের সীমান্তবর্তী এলাকার আনসার ভিডিপি সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আনসার ভিডিপির সকল সদস্যকে রাজনীতি মুক্তভাবে নিরপেক্ষতার সাথে দায়িত্বপালনের আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল