ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সেনা জোন

শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সদর সেনা জোন।রবিবার(২৩ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরস্থ মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামের পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সতর জোনের ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী।
  • আপলোড তারিখঃ 23-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 171625 জন
শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সেনা জোন ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের সাথে সেনা কর্মকর্তা
ad728


খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সদর সেনা জোন।রবিবার(২৩ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরস্থ মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামের পক্ষে  ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সতর জোনের ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী।

বিতরণকালে ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী বলেন,  শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা,আদর্শ মন-মানসিকতা,মেধা-বিকাশের জন্য বিনোদন ও খেলাধুলার কোন বিকল্প নেই। খাগড়াছড়ি সদর জোন এই রকম উন্নয়নমূলক ও আদর্শ মানসিকতা তৈরির জন্য যে কার্যক্রম গ্রহণ করেছে এর ধারা ভবিষ্যতেও  অব্যাহত থাকবে।

এ সময় মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি চাকমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।