অষ্টগ্রামে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা, অষ্টগ্রাম:
অষ্টগ্রামে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)" স্কিমের আওতায় বৃত্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন অডিটোরিয়ামে এ উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষা অফিস এর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ দিলশাদ জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকসুদা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।