ঢাকা | বঙ্গাব্দ

কসবায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তিল বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ মৌসুমে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 06-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4099 জন
কসবায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তিল বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ মৌসুমে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা মৎস কর্মকর্তা মো. মেহেদী হাসান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া। এসময় উপকারভোগী কৃষক-কৃষাণি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। 


উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম জানান, তিল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকের মাঝে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন