ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে বাস -পিকাপের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মন(২০) নামে এক যুবক নিহত হয়েছে৷ রবিবার ৬ এপ্রিল ভোররাতে উপজেলার কটিয়াদী-মঠখোলা মহাসড়কে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটছে৷ নিহত পান্ত চন্দ্র বর্মণ নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷
  • আপলোড তারিখঃ 06-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 192592 জন
কটিয়াদীতে বাস -পিকাপের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মন(২০) নামে এক যুবক নিহত হয়েছে৷ 


রবিবার ৬ এপ্রিল ভোররাতে উপজেলার কটিয়াদী-মঠখোলা মহাসড়কে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটছে৷ নিহত পান্ত চন্দ্র বর্মণ নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷ 

জানা যায়, ভোররাতে একটি পিক-আপ ভ্যান মঠখোলা হইতে কটিয়াদী যাওয়ার পথে ভোররাতে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস কটিয়াদী  হইতে ঢাকা যাওয়ার সময় কটিয়াদী-মঠখোলা মহাসড়কের মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের হেল্পার প্রান্ত চন্দ্র বর্মনের মৃত্যু হয়৷ পরে লাশ উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়৷  নিহতের পারিবারের লোকজন খবর পেয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে এসে নিহতের লাশ সনাক্ত করেন। 

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিক-আপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিক-আপ দুমড়ে মুচড়ে গেছে৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ৷ স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে। 

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কটিয়াদী-মঠখোলা মহাসড়কের মক্কা ফিলিং স্টেশন সংলগ্নস্থানি একটি যাত্রীবাহী বাস ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান