অষ্টগ্রাম (কিশোরগন্জ) প্রতিনিধি: কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ মার্চ রোজ শুক্রবার অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বি এন পির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আকছার মিয়ার সঞ্চালনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বি এন পির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা বি এন পির সহ-সভাপতি হুমায়ুন কবির দানা, মোঃ শাহ আলম, জাকির হোসেন শফি, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক এড. মাহবুব আলম আক্তার, উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আসাদুল হক আতিক,
এসময় অষ্টগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমান খান,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল,সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বি এন পি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগমুহূ্র্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।