ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট: প্রান্তিক জনগোষ্ঠীর মুখ ও দন্তস্বাস্থ্যের নীরব রক্ষক
লায়ন মুহাম্মদ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
মেডিকেল টেকনোলজিস্ট শুধু একটি নাম নয়, বরং এটি একটি জনগোষ্ঠী যারা সুক্ষ্ম পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের স্বাস্থ্যব্যবস্থায় বিশেষ করে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টরা অপরিহার্য অবদান রেখে চলেছেন।
বিশেষত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) শাখার ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশেষজ্ঞ দন্তচিকিৎসকের সহজলভ্যতা সীমিত, সেখানে ডেন্টাল টেকনোলজিস্টরা দাঁতের সমস্যা ও মুখগহ্বরের নানা রোগে ভোগা সাধারণ মানুষকে প্রাথমিক সেবা প্রদান করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বড় অংশের মানুষ এখনো দন্তস্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। ফলে দাঁতের ক্ষয়, মাড়ির প্রদাহ, মুখগহ্বরের সংক্রমণসহ নানা রোগে মানুষ ভোগেন। এ অবস্থায় ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের কাজ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আশীর্বাদস্বরূপ।
তবে বিশেষজ্ঞরা আরও মনে করেন, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের দক্ষতা বাড়াতে সরকারি উদ্যোগ ও নীতিগত স্বীকৃতি জরুরি। পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা গেলে তারা আরও দক্ষতার সাথে জনগণকে সেবা দিতে পারবেন।
স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টরা শুধু সহযোগী কর্মী নন, বরং বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তির অন্যতম। তাদের অবদানকে অবমূল্যায়ন না করে জাতীয় স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।