ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ক্রিকেট টুর্নামেন্টে গণমুখী সংঘ সেমিফাইনালে

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর গ্রুপ পর্বের শেষ খেলায় গণমুখী সংঘ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ৪ রানে জয়লাভ করে সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে।
  • আপলোড তারিখঃ 25-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9107 জন
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ক্রিকেট টুর্নামেন্টে গণমুখী সংঘ সেমিফাইনালে ছবির ক্যাপশন: গণমুখী সংঘের খেলোয়াড়দের ফটোসেশান
ad728


মোঃ আবু রায়হান, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা :

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর গ্রুপ পর্বের শেষ খেলায় গণমুখী সংঘ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ৪ রানে জয়লাভ করে সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে।

মঙ্গলবার (২৫) ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গণমুখী সংঘ বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্রের মধ্যকার খেলায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১০৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমেও মাত্র ৪ রানে পরাজিত হয়েছে। তারা ১০৭ রানের জয়ের জন্য ইনিংসের গোড়া পত্তন করতে তনু ও আমিনুলকে ওপেনিংয়ে ব্যাট করতে পাঠায় দলীয় অধিনায়ক শামীম। ব্যাটে নেমেই ব্যাটিং ব্যর্থতায় বিপর্যস্ত হয়ে পড়ে ইয়ং বলাকা।

তারা গণমুখী সংঘের আশরাফুলের প্রথম ওভারের দ্বিতীয় বলে তনু ও পঞ্চম বলে আমিন ক্লিন বোল্ড হয়ে ২ উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে। সেখান থেকে একপাশে আকড়ে রাখে ওপেনিংয়ে নামা আমিনুল। কিন্তু শেষ পর্যন্ত আমিনুলও রান আউটের ফাঁদে পড়ে আউট হয়ে যায় দলীয় ৯৭ রানে তারা ৫ উইকেট হারায়। শেষ ওভারে ইয়ং বলাকা ক্রীড়া চক্রের মাত্র ৮ রানের প্রয়োজন থাকলেও তারা দুই বলে দুটি রান আউট হয়ে মাত্র ৩ রান করতে সক্ষম হয়।

ফলে ৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ং বলাকা ক্রীড়া চক্র। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রান করেন। ইয়ং বলাকা ক্রীড়া চক্রের পক্ষে সর্বোচ্চ ব্যাটার আমিনুল ৪২(৪৫) রান করেন। ফলে গণমুখী সংঘ ৪ রানে জয়লাভ করে সরাসরি সেমিফাইনালে উঠেছে। আগামী বৃহস্পতিবার গণমুখী সংঘ একই মাঠে দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সাথে ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে। গণমুখী সংঘের হয়ে আশরাফুল ২ উইকেট লাভ করে।

এর আগে, সকালে গণমুখী সংঘের দলীয় অধিনায়ক রিপন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা শাহাজান ও টিপুকে ওপেনিংয়ে ব্যাট করতে নামায়।গণমুখী সংঘের ব্যাটিং ব্যর্থতায় দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। টি-২০ প্রথম পাওয়ার পেলেতে মাত্র ২৪ রান করে এক উইকেটের বিনিময়ে।

ইয়ং বলাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ব্যাটিং ব্যর্থতার মধ্যেও দলের হয়ে সর্বোচ্চ আশিক ২৭(২৪) ও দলীয় অধিনায়ক রিপন ১৯(২৬)রান করে। ইয়ং বলাকার হয়ে বোলিংয়ে মুরাদ, সাকিব ৩টি ও সোহেল ২টি করে উইকেট লাভ করে। খেলায় গণমুখীর আশরাফুল ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল