ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২জনের

কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল মালেক (৩৫) ও জাফর আলম(৫৫) নামে ২ পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে গাড়ি জব্দ করেছে।
  • আপলোড তারিখঃ 19-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 66488 জন
চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২জনের ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল মালেক (৩৫) ও জাফর আলম(৫৫) নামে ২ পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে গাড়ি জব্দ করেছে। 


সোমবার (১৯মে) আনুমানিক রাত ১২ টার সময় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচ পাড়া রাস্তার মাথায় একই গাড়ি পৃথক দুর্ঘটনা ঘটায়।


স্থানীয়রা গুরুতর অবস্থায় ২ পথচারীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।


প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী আইকনিক পরিবহন নামের বাসটির যাত্রীর মালামাল রাখার বক্সের ঢালা খোলা থাকায় সেটার ধাক্কায় এই ২ পথচারী নিহত হয়।

নিহতদের বাড়ি হচ্ছে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পৃথক দুটি দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পালাতক রয়েছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত