খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট'র আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরককারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭মার্চ) বিকালে খাগড়াছড়ি সদরস্থ মহাজন পাড়াস্থ জনবল বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা ও নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অনুদানের চেক বিতরণ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট'র নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা-কে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৫৬টি বিহারের প্রতিনিধিদের মাঝে ২২হাজার টাকা করে মোট ৩৪লক্ষ ৩২হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খাগড়াছড়ি জেলার ফিল্ড সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মধু মঙ্গল চাকমা,প্রিয় কুমার চাকমা,সমাজ সেবক ধীমান খীসা,বকুল বিকাশ চাকমা, শক্তি নন্দ চাকমা,সানুমং চাকমা,স্বদেশ প্রীতি চাকমা,ত্রিনা চাকমাসহ আরও অনেকে।
এ সময় বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও বিহার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।