ঢাকা | বঙ্গাব্দ

গরু চুরির টাকা লেনদেনের বিরোধে ১জন নিহত হওয়ার ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতারকৃত ১ আসামির মৃত্যু।

  • আপলোড তারিখঃ 08-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14170 জন
গরু চুরির টাকা লেনদেনের বিরোধে ১জন নিহত হওয়ার  ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতারকৃত ১ আসামির মৃত্যু। ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি: 

কিশোরগঞ্জের কটিয়াদীতে গরু চুরি করে বিক্রি করা  টাকা দেয়া নেয়া সংক্রান্ত বিরোধে আরব আলী  (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার ১২ দিন পর একই ঘটনায় আহত নূর মোহাম্মদ বাংগী (৩৭) নামে অপর একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নূর মোহাম্মদ বাংগী গত ২৫ মার্চ রাতে প্রতিপক্ষের হামলায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারিয়েছেন। নূর মোহাম্মদ বাংগী উপজেলা করগাঁও ইউনিয়নের করগাঁও বাজারহাটি গ্রামের ছাইদুর রহমানের ছেলে। গত ২৫ মার্চ রাতে নিহত আরব আলী কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে।

জানা যায়, গত একমাস পূর্বে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলীপাড়া নবরহাটি গ্রামের কামরুল ইসলামের বাড়িসহ বিভিন্ন স্থান থেকে চুরি করে আনা ১১ টি গরু উদ্ধার করে এলাকাবাসী ও পুলিশ। এ ঘটনায় পুলিশ কামরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। 

গ্রেফতারকৃত গরু চোর কামরুল ইসলামের সহচর মো. হাসান ওরফে আবুইন্যা ও নূর মোহাম্মদ বাংগী চুরি করে আনা একটি গরু আলম নামে এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেছিল । পুলিশের হাতে গ্রেফতার গরু চোর কামরুল ইসলামের চুরি করা ১১ টি গরু তাদের হাতছাড়া হয়ে যাওয়ায় আলমের নিকট ৬০ হাজার টাকায় বিক্রি করা গরুটি আর দিতে পারেনি হাসান ওরফে আবুইন্যা ও নূর মোহাম্মদ বাংগী। এ ঘটনার পর তারা উক্ত আলমকে ৫০ হাজার টাকা ফিরিয়ে দিলেও বাকি ১০ টাকা দিতে অস্বীকার করলে তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে  গত ২৫ মার্চ মঙ্গলবার ইফতারের পর  তারা কয়েকজন মিলে শালিশে বসেন। এ সময় আলমের পক্ষ নেন আরব আলী ও হাসান ওরফে আবুইন্যা এবং নূর মোহাম্মদ বাংগীর পক্ষে ফারুক অবস্থান নেন। দরবার চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়  আরব আলী ও নূর মোহাম্মদ ওরফে বাংগী নামে দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরব আলীকে মৃত ঘোষনা করেন। অপর  আহত নুর মোহাম্মদ বাংগী পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন । কিশোরগঞ্জ জেলা কারাগারে নূর মোহাম্মদ বাংগীর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম মোল্লা জানান, নিহত আরব আলী , নূর মোহাম্মদ বাংগী, কামরুল ইসলাম, ফারুক ও মো. হাসান ওরফে আবুইন্যা এরা সকলেই চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তারা গরুসহ বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে। গত একমাস পূর্বে তাদের সহযোগী কামরুলের বাড়িসহ বিভিন্ন স্থান থেকে চুরি করে আনা ১১ টি গরু উদ্ধার করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে মারামারি হয়। ২৫ মার্চ রোববার রাতে আরব আলীর মৃত্যু হয়। এ ঘটনার ১২ দিন পর মামলার ২নং আসামি নূর মোহাম্মদ বাংগী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।  এ ঘটনায় নিহত আরব আলীর বড় বোন সুরমা বেগম বাদী হয়ে নূর মোহাম্মদ বাংগী ও ফারুকসহ পাঁচজনের নামোল্লেখ ও সাতজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার