হে দয়াময় প্রভু! সুমহান মহিমা
দাও তুমি কলবে ঈমানের সুষমা।
আমি তোমার কৃপার ক্ষদ্র ভুখারি,
পাপের অনুতাপে সতত হয় আজারি।
তপ্ত মরুভূমির তৃষ্ণার্ত পান্হ
ঈমানের বলে আমায় কে দিবে শান্ত,
গুনাহের পিরান পরুত দেহে স্তুপ
অনুতাপ্ত ফিকারি নরাধম নিশ্চুপ!
পেরাশান-ক্লান্ত-বিপর্যস্ত অন্তর
আলোর দিশারী হৃদে হবে কি দুস্কর?
নাহক খাস্তা কে দিবে সাড়া,
তুমি ছাড়া আমি মুহী বুকে দিশেহারা।
তিমির রাত্রে আজান শুনি দূর মসজিদে,
কান্নার ভাঁজ এসে এ—হৃদে বিঁধে!
মুয়াজ্জিনের কন্ঠে কত সুন্দর তোমার আহ্বান!
এই তো—বিশ্ব বিধাতার প্রীতির জয়গান!