ঢাকা | বঙ্গাব্দ

বাজিতপুরে ৬৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বলিয়ার্দি ইউনিয়নের ঘোড়াদারা নদীর ঘাট এলাকা থেকে থানা পুলিশ ৬৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৭৯ হাজার টাকা।
  • আপলোড তারিখঃ 08-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 117384 জন
বাজিতপুরে ৬৩ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন: ৬৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া তিনজন
ad728


ইফরানুল হক সেতু, বাজিতপুর প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বলিয়ার্দি ইউনিয়নের ঘোড়াদারা নদীর ঘাট এলাকা থেকে থানা পুলিশ ৬৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৭৯ হাজার টাকা।


এ ঘটনায় শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মনি বেগম (৩৫), আলেয়া খাতুন (৪০) ও হৃদয় মিয়া (২৫)।

সূত্র জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আটককৃতদের ব্যাপারে আরও তদন্ত চলছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল