নিজস্ব প্রতিনিধি:
ভারত থেকে হু হু করে আসছে পানি,ঢুকছে বাংলাদেশে।তাই দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চল আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আত্রাই নদীর ভারতে নির্মিত একটি বাঁধ ধসে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরইমধ্যে নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ ও সিলেট জেলার নদ-নদীতে পানির উচ্চতা দ্রুত বাড়ছে।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকাগুলোতে মানব ও ফসলের ক্ষতির আশঙ্কা প্রবল হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মাত্র চার মাস আগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটির মেরামতকৃত একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়ে। ফলে ভারতের সীমান্তবর্তী অঞ্চলসহ বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
পাউবো জানায়, আত্রাই নদী ভারতের অংশ থেকে বাংলাদেশে প্রবেশ করায় হঠাৎ এই পানিপ্রবাহ বেড়ে যাওয়া বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তাৎক্ষণিক ভাবে প্রভাব ফেলতে পারে।
শেরপুরের চেল্লাখালি নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। পাশাপাশি সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতাও দ্রুত বাড়ছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা ভারী বর্ষণের কারণে উজান থেকে পানি নামতে শুরু করেছে, যা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুর্যোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
ইতোমধ্যে নদীতীরবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন এখনো না শুকাতেই নতুন করে এখন এই বন্যার পূর্বাভাসে দুশ্চিন্তা আরও বেড়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ত্রাণ ও উদ্ধার প্রস্তুতি নিতে বলা হয়েছে।