ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাত সাড়ে ৭টায়

জমিয়তুল ফালাহ মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
  • আপলোড তারিখঃ 04-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51299 জন
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাত সাড়ে ৭টায় ছবির ক্যাপশন: জমিয়তুল ফালাহ মসজিদ
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।



মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেন।



দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।



চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, জমিয়তুল ফালাহ মসজিদের পাশাপাশি সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন প্রান্তে আরও ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৭টায় সেইসব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।




চট্টগ্রামে আরও ৯ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- লালদিঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।



তাছাড়া চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করবেন। এসবে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।



ঈদের নামাজের জন্য জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদগাহ ময়দান প্রস্তুতির কাজ চলছে বলে জানান নগর সংস্থার কর্মকর্তা আজিজ আহমেদ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল