জ্যোৎস্না রাত
- হৃদয় চন্দ্র বর্মন
জ্যোৎস্না রাতে ঝি ঝি ডাকে
কোকিল করে মধুর সুরে গান
চাঁদের আলো দেখে মনে হয়
দিন রাত্রির নেই তো ব্যবধান।
তুমি আসবে বলে জেগেছি
আমি অপেক্ষায় কত রাত
সুখের আশা করতে গিয়ে
পেয়েছি বুক ভরা অভিশাপ।
জ্যোৎস্না আলোয় চারদিক
আনন্দে মেতেছে এই প্রকৃতি
মনে পড়েছে ছোট বেলার
বন্ধুদের সাথে কাটানো স্মৃতি।
চোখে তেমন পাইনা দেখতে
হতাশায় কেটেছে অনেক দিন
আলোর অভাব পড়ছে মনে
চোখে দৃষ্টি ফিরে পাই বহু দিন।
শুনেছি চাঁদেরও কলঙ্ক আছে
তবুও প্রকৃতিকে দিয়েছে আলো
মানুষ হয়ে আমরা কি পারিনা
ছড়িয়ে দিতে মানবতার আলো।