ঢাকা | বঙ্গাব্দ

মনোহরদীত উপজেলা প্রেসক্লাবের সভাপতির ওপর অতর্কিত হামলা: ৩ লাখ টাকা ছিনতাই

  • আপলোড তারিখঃ 11-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 46361 জন
মনোহরদীত উপজেলা প্রেসক্লাবের সভাপতির ওপর অতর্কিত হামলা: ৩ লাখ টাকা ছিনতাই ছবির ক্যাপশন: মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।
ad728

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরদী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীসূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মনোহরদীর মাদকাসক্তআব্দুল জব্বার নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় এসব অনিয়মের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করায় কাজী শরিফুল ইসলাম শাকিলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। তারই ধারাবাহিকতায় হঠাৎ করে আব্দুল জব্বার ৬ থেকে ৭ জন যুবক মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পেয়ে কাজী শরিফুল ইসলাম শাকিলের ওপর সন্ত্রাসী হামলা করে টেঁনে-হেঁছড়ে তাদের গাড়ীতে তুলে অপহরণ ও গুম করার চেষ্টা করে। এসময় হাফেজ আবুল কালামের পরিবারের জন্য প্রবাস থেকে পাঠানো ৩ লাখও নিয়ে যায় তারা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। লোকসমাগম থেকে জব্বার ও তার বাহিনী পালিয়ে যায়। এ ঘটনায় মনোহরদী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ব্যাপারে কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাফেজ আবুল কালাম এর স্ত্রীর জন্য পাঠানো টাকা পৌঁছাতে গেলে তারা সমন্বয়ক দাবি কারী মাদকাসক্ত জব্বার ও তার বাহিনী আমার ওপর হামলা করে আমাকে গুম করার চেষ্টা করে। আমার সঙ্গে থাকা ৩ লাখ টাকা নিয়ে যায়।  আমি এর বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জব্বারের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপার নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল