ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে হেফাজতে ইসলামের সকল কমিটির কার্যক্রম স্থগিত

  • আপলোড তারিখঃ 29-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82516 জন
নবীনগরে হেফাজতে ইসলামের সকল কমিটির কার্যক্রম স্থগিত ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলার শাখা কমিটি নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানের প্রেক্ষাপটে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে নবীনগর হেফাজতের সকল কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা মুফতী মুবারক উল্লাহ এর সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান ।

সোমবার(২৮এপ্রিল) জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা মুফতী মুবারক উল্লাহ সাংবাদিকদের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব নবীনগর হেফাজতে ইসলামের দুই পক্ষকে সাথে নিয়ে নবীনগর তৃণমুলের কাউন্সিলদের মতামতে মাধ্যমে কমিটি গঠন করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি নবীনগরে জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ হেফাজতে ইসলামের নবীনগর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে কাউন্সিল অধিবেশনে দলের ৯৭% ভোটার বর্তমান সভাপতি আমিরুল ইসলামকে পুনরায় সভাপতি হিসেবে সরাসরি ভোট প্রদান করে নির্বাচিত করেন। সে সময় দলের এক পক্ষের এক কর্মী মেহেদী হাসান বাধা প্রদান করেন এবং কমিটি ঘোষণা করতে নিষেধ করেন। এনে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে জেলা নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত রাখতে কমিটির পরে ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্ত করেন।


পরবর্তী সময়ে জেলার দলীয় অফিসে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নবীনগর উপজেলা হেফাজতের কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে মাওলানা আমিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কমিটি গঠনতন্ত্র বিরোধী আখ্যায়িত করে নবীনগর এসে আবারও কাউন্সিল অধিবেশন ডেকে তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানান। অপরদিকে মেহেদী হাসান তার কমিটি বৈধ কমিটি দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তুলেন।

এই উত্তপ্ত পরিবেশের প্রেক্ষাপটে কেন্দ্রীয় মহাসচিবের হস্তক্ষেপে সকল কমিটির কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষকে নিয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় কাউন্সিলদের ভোটের মাধ্যমে নবীনগর উপজেলা হেফাজত ইসলামীর কমিটি গঠনের সিন্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আল্লামা শরীফ উদ্দিন ,আল্লামা আমিরুল ইসলাম, আল্লামা আবুল কালাম আজাদ দাঃবাঃ, আল্লামা আশরাফ আলী জিহাদী,আলহাজ্ব মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী, আল্লামা আনোয়ার হোসেন, আল্লামা আব্দুল্লাহ কাসেমী, মাওলানা রায়হান উদ্দিন আনসারী মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত