ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সশস্ত্র বাহিনীর প্রধান বরখাস্ত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন ।
  • আপলোড তারিখঃ 22-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 219342 জন
যুক্তরাষ্ট্রে সশস্ত্র বাহিনীর প্রধান বরখাস্ত ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর বরখাস্তকৃত সেনা প্রধান চার্লস কিউ ব্রাউন
ad728

  

নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন । 


গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনীর এ শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে। 


জানা গিয়েছে, ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমানবাহিনীর (অব.) লেফটেন্যান্ট জেনারেল জন ড্যান কেইন।এই বিষয়টি নজিরবিহীন একটি ঘটনা।

কারণ,এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি জেনারেলও না।


এই বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প।


তাতে জেনারেল ব্রাউনকে ‘ভদ্রলোক’ ও ‘দারুণ নেতা’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন।


তিনি লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আমি আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে।


তার আগে,২০ জানুয়ারি শপথ নেওয়ার আগে সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণাও দিয়েছিলেন ট্রাম্প। জেনারেল ব্রাউনকে বরখাস্তের মাধ্যমে তাহাই সূচনা করলেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান