ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে ২২ মাসের শিশুকে অপহরণ: ৬লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ১৬ ঘন্টা পর উদ্ধার, আটক ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই বছরের শিশু আজাদকে অপহরণ করে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে আপন মামাতো ভাই ইমন ও তার সহযোগীগণ। অপহরণের ১৬ঘন্টা পর বুধবার ভোরে অপহৃত শিশুকে উদ্ধার করে অপহরণকারীসহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
  • আপলোড তারিখঃ 26-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 22424 জন
কটিয়াদীতে ২২ মাসের শিশুকে অপহরণ:   ৬লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ১৬ ঘন্টা পর  উদ্ধার, আটক ৩ ছবির ক্যাপশন: দুই বছরের শিশু আজাদ
ad728



মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই বছরের শিশু আজাদকে অপহরণ করে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে আপন মামাতো ভাই ইমন ও তার সহযোগীগণ।

অপহরণের ১৬ঘন্টা পর বুধবার ভোরে অপহৃত শিশুকে উদ্ধার করে অপহরণকারীসহ তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, অপহৃত শিশুর আপন মামাতো ভাই ইমন (১৫) ও তার দুই সহযোগী আব্দুর রহিম নিশাদ (১৬) ও নিশাদের পিতা নুর উদ্দিন (৩৫) । অপহৃত আজাদ উপজেলার চাতল গ্রামের সৌদি প্রবাসী সোহেল মিয়া ও কল্পনা আক্তারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইমন চাতল গ্রামে তার মামার বাড়িতে আসে। দুপুরে আজাদকে নিয়ে বাড়ির পাশে খেলতে যায় ইমন। বিকালে ইমন মামার বাড়িতে ফিরে আসলেও তার সাথে আজাদ ফেরেনি। এ সময় আজাদের মা কল্পনা আক্তার তার ছেলের কথা জিজ্ঞাস করলে সে টালবাহানামূলক কথা বলতে থাকে। সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে স্বজনদের সাথে আজাদকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে অপরিচিত একটি মুঠোফোন থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তৎক্ষনাত আজাদের মা কল্পনা আক্তার অপহরণের ঘটনায় কটিয়াদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সে সময় তার সঙ্গে ইমনও ছিলেন। 

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান জানার চেষ্টা করে। এ সময় সন্দেহজনক ইমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণের কথা স্বীকার করে। পরে ইমনকে সাথে নিয়ে পুলিশ কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকা থেকে শিশু আজাদকে উদ্ধার করে। সেখান থেকে আটক করা হয় তার দুই সহযোগী নুর উদ্দিন ও আব্দুর রহিম নিশাদকে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত অপহরণকারীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার