অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জামায়েতে ইসলামী বাংলাদেশ দেওঘর ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বাঙ্গালপাড়া বাজারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঙ্গালপাড়া জামাতে ইসলামীর সেক্রেটারি হুমায়ুন কবীর -এর সঞ্চালনায় ও সভাপতি মাও. আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামাতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ- ৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রা্র্থী, এ্যাড. রোকন রেজা শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়েত ইসলামী বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা শাখার আমীর, মাও, আশরাফুল হক, উপজেলান সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মঞ্জুরুল ইসলাম, আবু গোলাম পরওয়ার, ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা সাহিত্য সম্পাদক, আতাউর রহমান, অষ্টগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, সোহেল রানা হাফেজ সালাহ উদ্দীন, আশেকুর রহমান মধু, মাও, আফজাল, সাইফুল ইসলাম প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়