ঢাকা | বঙ্গাব্দ

কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন
  • আপলোড তারিখঃ 02-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 215287 জন
কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন ছবির ক্যাপশন: কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
ad728



মৌলভীবাজার প্রতিনিধি:

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন। 


রবিবার (২মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে  উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা"র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি.এম. সাদিক আল শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন  জামায়াতের আমীর মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানত না বাংলাদেশের এই প্রজন্মের মানুষ। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন। এরই ধারাবাহিকতায় "তুমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে" প্রতিপাদ্যকে সামনে রেখে নিরপেক্ষ ভোট প্রয়োগ ব্যবস্থার কাজ করছে সরকার।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান